বাংলা ভাষার গান (গীতি কবিতা)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ০২-০২-২০২৩, বৃহস্পতিবার।


আমার ভাইয়ের রুধির ক্ষরণ প্রাণের বলিদান,
বাহান্নতে মাতৃভাষা পায় ফিরে তার প্রাণ।।
ছেলে হারা মায়ের ক্রন্দন
চুলাতে ভাত হয় না রন্ধন,,
গোলাবারুদ বোমার ঘাতে রক্ততে হয় স্নান। ঐ


পতি হারা নারীর ব্যথা
গলা কাটা প্রাণ,
অ আ ক খ বর্ণমালা
শিশুর বোলে তান।।


স্বামী ছাড়া সর্বহারা
বিধবার এক শাড়ি পরা,,
আর্তনাদে বন্যা বহে কলিজা খানখান। ঐ


পিতৃবিয়োগ সন্তানে কয়
ও গো মা মা মা!
সেই যে গেলো বাবা কেনো
ফিরে এলো না?


অশ্রুজলে নয়ন ভাসায়
সান্ত্বনা দেয় আয় বাবা আয়,
তোর বাবা নাই দিয়ে গেছে বাংলা ভাষার গান। ঐ