বাংলার মহাবীর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৬-১২-২০২৩ ইং


রক্তের সাগরে সাঁতার কেটে
বাংলার পতাকা আনলো যারা,
হবে না, হবে না, হবে না কোনদিন শোধ কভু এ ঋণ
চিরদিন অক্ষয়, অম্লান তারা।


নির্ভয়ে পাকিদের বোমাবারুদ বক্ষে লয়ে
দেশের নিমিত্তে জীবন দিলো যারা,
ভোলার তো নয় এ রক্তের হোলি খেলার জয়
ভুলবে না কখনো আপামর জনতারা।


নিষ্ঠুর নরপিশাচ হায়েনার হিংস্র থাবায়
সম্ব্রম বলিদানে নিঃস্ব যে মা বোন নারীরা,
ভুলবো কীভাবে? 
এ তো ভোলার নয় ঝরে শুধু অশ্রুধারা!


১৯৭১ এর চেতনায়,
চক্ষু যুগল বন্ধ করে আজও শুনতে পাই,
বাবাহারা, সন্তানহারা পতিহারা নারীর আর্তনাদ!


শুনতে পাই, সম্ভ্রম ছিনিয়ে নিচ্ছে নরপিশাচরা!
তাদের ত্যাগ বিসর্জনে অর্জিত বাংলার স্বাধীনতা,
খুব কৃপণতা হবে, হবে স্বার্থপরতা, দেই যদি ধন্যবাদ।


হে বাংলার সূর্যসন্তান, কালজয়ী মহাপুরুষ!
ধন্যবাদ নয়, তোমাদের চরণে লুটাই মস্তক ও শির,
তোমাদের এ বিজয়গাথা স্মৃতির পাতায় অমলিন।
মুক্তিযোদ্ধা বীর বাঙালি তোমরাই বিপ্লবী স্লোগানের মহাবীর!