বাড়ছে পাপের ঋণ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৬-০৬-২০২৪ ইং

মানবতার লোপ পেয়েছে
রং তামাশায় হায়!
সহজ-সরল মানুষগুলোর
জীবন বাঁচা দায়।

স্বার্থবিহীন লোক কোথা পাই
ভুবন মাঝে ভাই?
স্বার্থ যেথায় নিত্য সেথায়
হয় যে তাহার ঠাঁই।

স্বার্থের তরে দ্বন্দ্ব লড়াই
মানুষ করে খুন,
কসুরহীনে হয় নিরুপায়
চিত্তে ধরে ঘুণ।

স্বার্থান্বেষী মানুষ যারা
পায় বিবেকের লোপ,
দোষ বিনাদোষ লোভ ও মোহে
বাড়ায় মনের কোপ।

অল্প দিনের আয়ুর ভুবন
রয় না জীবন'ভর,
মরণ হবে জানার পরেও
থাকে না তার ডর।

হালাল হারাম সবই বুঝে
জাগে না তার হুঁশ,
স্বার্থবাদী নিমকহারাম
খায় সদা সুদ-ঘুষ।

বুঝে না সে হায় পাপাচার
শেষ হবে এই দিন!
রাজ-ক্ষমতা বিলীন হবে
বাড়ছে পাপের ঋণ।