বাসন্তীর আগমন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ১৪-০২-২০২৩ ইং


কনকনে শীত শেষে এলো ঋতুরাজ
চমকে চমক দিলে বহুরূপী সাজ,
পুবাকাশে উঠে হেসে এক নবারুণ
নবসাজে এ ভুবন আহা কী দারুণ!


প্রকৃতির এ লীলায় বিমোহিত মন
নবরূপে বাসন্তীর হলো আগমন,
ফাগুনের ছোঁয়া মনে জাগে শিহরণ
পাখিদের কলতান নভে বিহরণ,


লাল নীল সাদা কালো নানা রঙে রং
ফুলে বসে প্রজাপতি করে কত ঢং!
গাছে গাছে পাখি নাচে কোকিলের সুর
মজে মন সারাক্ষণ কাছে কিবা দূর।


ভ্রমরেরা গুনগুন ঋতুরাজে গায়
সবুজ পৃথিবী এই প্রাণ ফিরে পায়,
তরুলতা বৃক্ষ জড়ে খুঁজে পায় কূল
পুষ্পিত বাগে ফোটা শত রঙে ফুল।


বিধাতার ঠিক এই এক লীলাখেলা
প্রকৃতির নিয়মেই ভাসে সুখ ভেলা,
শোকর গুজার করি হে মহান রব!
এ ভবের অবদান তোমারই তো সব।