বেকার জামাই
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩১-০৩-২০২৪ ইং


রমজান মাসে রোজার শেষে ঈদের খুশি এলো,
জামাই বাবু শ্বশুর বাড়ির নতুন জামা পেলো।
বধূ পেলো নতুন শাড়ি আরো গলার মালা,
তাই দেখে রয় আড়চোখেতে শালির বাড়ে জ্বালা।


কয় দুলাভাই গোসসা কেনো ওগো প্রাণের শালি?
আইসো আইসো আমার কাছে দেবো কানের বালি।
ছোট্ট শালা রাগ ঝেড়ে কয় দোষ কী আমার বলো?
পায়ের জুতা গায়ের জামা চাই বাজারে চলো।


শালা-শালি দুলাভাইয়ের হাত ধরে যায় মার্কেট,
জামাই বাবুর হস্ত খালি শূন্য যে তার পকেট।
যা ছিলো তার কথার বাহার সান্ত্বনারই বাণী,
নাগড়াতে চোখ দিশেহারা অন্তরালে পানি।


চতুর চালাক সেই বাবুজি ধিড়কে হঠাৎ ওঠে,
কই মানিব্যাগ পকেট খালি কাঁপুনি দুই ঠোঁটে?
চোর ডাকাতে মারলো পকেট হাত খালি নাই টাকা,
বেকার জামাই বলতে যে লাজ জীবনটা তার ফাঁকা।


ছোট্ট শালা ছোট্ট শালির দুই চোখে জল ঝরে,
ঈদের খুশি হইলো না আর দুঃখ মনের ঘরে।
জামাই বাবুর তাই দেখে হায় ঝরে চোখের পানি,
বিষণ্ণতা বিরাজ করে মলিন বদন খানি।