কবিতা - বেকার ছেলে
লেখক - ইব্রাহিম হোসেন
তারিখ - ১১-০৮-২০২০
=================


বেকার ছেলে ভব ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে,
কাজ না পেয়ে চোখের কুটা পরিবারের ঘরে।
সবার চোখের চক্ষুশূল পায় না ভালোবাসা,
দেশ সমাজের বোঝা সে যে মনে হতাশা।
স্নাতক, ডিগ্রী সনদ নিয়ে ঘুরে শহর, নগর,
একটা যদি চাকরী জোটে সেটাই সুখের খবর।
মা ও বাবা ছেলের তরে দোয়া করে যায়,
একটা যেন চাকরী আমার ছোট্ট খোকা পায়।
দুঃখ যত মনের জ্বালা ঘুচে যাবে সব ,
সবার মুখে ফুটবে হাসি খোকা পেলে জব ।
চাকরী পাওয়া বর্তমানে নয় তো অত সোজা,
চারিদিকে ঘুষের দাবী ভাঙ্গে খোকার মাজা ।
হতাশ হয়ে ফিরে এলো খোকা আবার বাড়ী ,
মিথ্যা আশা দিয়ে বলে কিনবো এবার গাড়ী ।
চাকরী আমার হয়ে গেছে প্রাণ খুলে তাই হাসি,
মা ও বাবা পরিবারের সবাই অনেক খুশি ।
বিদায় নিয়ে খোকা গেলো দুঃখ মনে পুষে,
চাকরী নিতে হবে আমায় অনেক টাকা ঘুষে।
অস্ত্র ধরে খোকা হলো সন্ত্রাসীদের ডন ,
কাড়ি, কাড়ি পকেট ভরা অর্থ, টাকা,ধন ।
নেই যে অভাব টাকার কোন, অভাব মানবতার,
অনুতাপের অনলে পুড়ে খোকা করে হাহাকার ।
বেকার ছেলের জীবন নয়, অভিশপ্ত জীবন,
অবশেষে নেমে আসে অভিশাপের মরণ ।