বেশ্যা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-০৯-২০২৩ ইং


চোখের কুটা কথার খোঁটা
বেশ্যা নারী পায়!
সমাজ তোকে প্রশ্ন করি
কে এ সবের দায় ?


কাম-বাসনা করতে পুরা
পতিতালয়ে কারা?
মন্দ বলে গালির ছলে
কামনা হলে সারা।


দিনের বেলা সাধু আবার
রাতের বেলা কারা ?
ধরনা ধরে এতিম হয়ে
গণিকালয়ে খাড়া।


নিশির বেলা মজার খেলা
লোলুপ নরে লুটে,
কুত্তা খেঁকি যেমন করে
কুততি খোঁজে ছুটে।


দোষ কোনো না কসুর বিনা
সাধুর বেশে চলে,
হায় অভাগী বেশ্যা নারী
ভাসে নয়ন জলে!


মরলে পরে নাই জানাজা
মোল্লারা যে বলে,
মোল্লা তোরা দ্যাখ না খুঁজে
তোর ছেলে সে কলে।


দোষ কি শুধু নারীর দিবি
নরকে দিবি ছেড়ে ?
তোর বিবেকে কী বলে বল
বল না'রে জিভ নেড়ে?