ভালো মানুষ
ইব্রাহিম হোসেন


মৃত্যু নামের একটি পাখি
আসবে সবার কাছে,
একটু ভেবে দেখরে মন
দুনিয়ার সবই মিছে।


অর্থ আছে, টাকা আছে
আছে রূপ ও যৌবন,
সরাইখানার দুনিয়াতে
বিলাসিত কেন মন ?


কেমনে হবে মৃত্যু তোমার
কেউ জানে না কভু ?
গর্বকারী জীবন হবে
বৃথা তোমার শুধু।


গর্বভরে চলার পরে
মৃত্যু যখন হবে,
সব লোকেরই নয়ন মাঝে
তোমার স্মৃতি রবে।


বলবে সবাই লোকটা ছিল
অনেক খারাপ মনের,
দুঃখ দিত সবার মনে
ঝরতো আঁখি নয়নের।


সৎ সততার সাথে যদি
জীবন গড় ভবে ,
যেমনে মরো তোমার তরে
সবার দোয়া রবে।


মরণ টা কে স্মরণ করে
সামনে চলো সবে,
জীবন থেকে পাপরাশি
মুছে সবই যাবে।


গর্ব বড়াই বিনাশ হবে
ধন্য হবে জীবন,
এই ভুবনের সব লোকই তো
হবে তোমার আপন।


তোমার মৃত্যু পরে দুহাত তুলে
বলবে তবে সবে,
স্বর্গবাসী করো প্রভু
ঐ লোকেরই আগে ।


যুগে যুগে এমন লোকই
পাঠিয়ে দিও তুমি,
যার কারণে আলোকিত
বিশ্ব মরু ভূমি ।