ভালোবাসি তোমায়
ইব্রাহিম হোসেন

অনেক ভালোবাসি তোমায়
অনেক ভালোবাসি,
আরো ভালোবাসি তোমার
মিষ্টি মুখের হাসি ।।

চন্দ্রিমা রাতের ওই
জোছনার আলেয়ায়,
চাঁদ বদনীর হাসিটাও
সেথায় খুঁজে পাই ।।

চাঁদের আড়াল থেকে যেন
দিচ্ছ উকি তাই ,
চুপিসারে মিষ্টি হেসে
ডাকছো ইশারায় ।।

এদিক চাই, সে দিক চাই
যে দিক আমি চাই ,
চাঁদ বদনী মুখটা যেন
দেখতে তোমার পাই ।।

রাত্রিবেলায় ঘুমিয়ে যখন
থাকি নিরালায় ,
তোমার মিষ্টি হাসির শব্দ শুনে
ঘুমটা ভেঙ্গে যায় ।।

নিশি রাতে জেগে দেখি
তুমি পাশে নাই ,
চাঁদ মামার ওই মাঝে আমি
তোমায় খুজে পাই ।।

এত সুন্দর মধুর হাসি
কোথাও নাহি পাই ,
তোমায় আমি ভালোবাসি
তোমায় আমি চাই ।।

তুমি যদি থাকো পাশে
স্বর্গ যেন পাই ,
তুমি বিনা আঁধার ভুবন
শূন্য জীবনটাই ।।

কাছে এসো ভালোবাসো
আর কিছু না চাই ,
তুমি থাকলে পাশে মরুর মাঝে
বৃক্ষ তরু গজাই ।।

এই জীবনে চাইনা কিছু
তোমায় শুধু চাই ,
তোমায় পেলে এই জীবনে
স্বর্গ নাহি চাই ।।

স্বর্গ  কোথায়, নরক কোথায়?
কে বলে তা দূর ,
তোমার মাঝেেই স্বর্গ নরক
ভালোবাসার সুর ।।

ভালোবাসি প্রিয়া তোমায়
অনেক ভালোবাসি ,
তুমি বিনা ঝুলবো গলায়
নিয়ে মরণ ফাসি  ।।

তুমি আমার জীবন মরণ
তোমায় বাসি ভালো ,
তুমি আছো বলেই আছে
বিশ্ব ভুবন আলো ।।

দু'হাত বাড়িয়ে তোমার আশায়
আছি প্রতীক্ষায় ,
আসবে কাছে বাসবে ভালো
জড়িয়ে নিবে আমায় ।।

এই আশাতেই ভালবাসার
বীজ করেছি বপন ,
জীবন মরণ তুমি আমার
তুমি সুখের স্বপন ।।