ভুল  
ইব্রাহিম হোসেন  


ভুল হওয়াটা স্বাভাবিক মানুষেই ভুল করে,
অনুতাপের কষ্ট ভুলে বেঁচে থাকার তরে ।


ভুল পথে হেঁটেই মানুষ বিপথগামী হয়,
ভুলের কারণেই জীবন ধ্বংস বিনাশ ক্ষয়।


ভুল করেছো, ভুল বুঝেছো শুধরাইতে তাই,
অনুতাপের শোচনায় বুকটা ফেটে যায় ।


ভুলটা যদি সারাজীবন করেই তুমি যাও,
অত্যাচারী নিজেই তুমি সেটাই মেনে নাও ।


নিজের ভুলের দোষটা কারো ঘাড়ে দিওনা,
ভুলের তরে করো তুমি অনুশোচনা ।


সংগ্রামী জীবন চলার অতীতের সব ভুল,
শুধরে নিলেই পাবে তুমি সঠিক চলার কূল ।


ভুল করেছো অনেক তুমি আর করো না ভুল,
বিবেকটাকে জাগিয়ে তুমি নাও খুজে নাও কূল।


না বুঝলে ভুলটা নিজের ফুটবেনা তো ফুল,
সব ভুলেরই তরে যাবে হারিয়ে সকল কূল।


সারা জীবন চলার পথেই ভুলটা যদি হয়,
হারিয়ে যাবে জীবন-কুল সবই হবে ক্ষয়।