বিয়ান তোমায় নিমন্ত্রণ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-০৪-২০২৪ ইং


আসসালামু আলাইকুম ও
প্রাণের প্রিয় বিয়ান সাব!
আমার বাড়ি যাইয়ো তুমি
খাইতে দেবো কাঞ্চা ডাব।


মরার মাথা গাছেরই বেল
কালো কালো পাক্কা জাম,
তাল ও তরমুজ আমড়া আরও
বাগান ভরা মিষ্টি আম।


বেনারসি শাড়ি দেবো
দেবো হাতের ওই চুড়ি,
নীল আকাশে উড়িয়ে দেবো
সাত রঙেরই মন ঘুড়ি।


বিনি সুতার মালা দেবো
রেশমি কালো খোঁপার ফুল,
দখিন বায়ে ভাঙবে তোমার
বেনি গাঁথা মাথার চুল।


আসবে উড়ে ভ্রমর কলি
পাখনাতে তার দিয়ে ভর,
মনটা উদাস তাই তো আমার
বিয়ান শুধুই তোমার তর।


মনের মাঝে বইছে দেখো
পাগলা হাওয়া মাতলা ঝড়,
একশো ডিগ্রি পার হয়েছে
অবুঝ মনের প্রেমের জ্বর।


আগামী দিন শুক্রবারে
আমার বাড়ির নিমন্ত্রণ,
রঙিন খামে চিঠির ভেতর
দিলাম বিয়ান আমন্ত্রণ।


রাইখো না আর মান অভিমান
তোমার জন্য দোর খোলা,
মিষ্টি হেসে আইসো তুমি
তোমাতে এই মন ভোলা।