বিবেকের শূল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৪-০৬-২০২৪ ইং

নাইকো সখ্য অন্ধ অক্ষ
সুশিক্ষা বলি'দান,
হায়না ওরাই খুনে না ডরায়
কেড়ে নেয় সব প্রাণ।

ভাবে নিজে বীর উচ্চতে শির
কর্কশ ভাষা মুখে,
চিত্ত পাষাণ স্বার্থতে টান
কাঁদে না কারোর দুখে।

পেতেছে আসন জুলুমে শাসন
শোষণে পরের ধন,
করিছে হরণ জোরে তা বরণ
নির্মমে হায় মন!

মানব নামের দানব ধামের
হিংস্র  প্রাণিই এরা,
মিথ্যা দোষণ রক্ত চোষণ
কালসাপ ঘাড়'ত্যাড়া।

ছলনার ফাঁদে অসহায় কাঁদে
ষড়যন্ত্রের মূল,
মানবতা নাই মানুষ না তাই
বিবেকের হয় শূল।

শোষণের জালে পড়ে যাঁতাকলে
সহজ-সরল লোক,
হাহাকারে আহ্ চিত্ততে দাহ
কান্নার রোলে শোক!

হবে না কি শেষ কুটিলের রেশ
সোনার বাঙলা'দেশে?
জাগ্রত হও সত্যতে রও
হে তরুণ বীর বেশে!