বিবর্তনবাদ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৩-০১-২০২৩ ইং, সোমবার
সময়ঃ রাত ১১ঃ৩৫ পি এম।


সত্যি যদি বিবর্তনবাদ
বানর কেনো মানুষ নয়?
আদম থেকে সৃষ্টি মানব
আল কোরআনে তাহাই কয়।


আমরা হলাম রব পূজারি
রবের কথায় নেই মেনে,
বিখ্যাত জন কোরআন হাদিস
অন্বেষণে নাও জেনে।


আদম ছিলেন তৈরি মাটির
মা হাওয়া তাঁর বক্ষ কূল,
সেই থেকে হয় সৃষ্টি জনম
মৌমাছি নর নারীই ফুল।


বিজ্ঞানের এই প্রযুক্তিতে
বানর যদি মানুষ হয়,
প্রশ্ন করে বানর বেটাই
জঙ্গলে ক্যান জীবন ক্ষয়?


কতই জ্ঞানের সাগর তুমি
জ্ঞান দিয়েছেন তোমায় কে,
কার জঠরে জন্ম তোমার
কে ছিলো বা পিতাই যে?


ভেবে দেখো পূর্ব পুরুষ
ধাপে ধাপে পেছন যাও,
অবশেষে পাবেই খুঁজে
আদম হাওয়ার জন্মটাও।


বানর থেকে নয়রে গাধা
মাটি থেকে আদম হয়,
আদম থেকেই সৃষ্টি মানব
উদ্ভাসিত জগৎ ময়।