বিচার হবে
মোঃ ইব্রাহিম হোসেন


মজলুমেরই আর্তনাদে
জল ঝরে দুই চোখে,
বুক ফেটে হয় রক্ত ক্ষরণ
নীরব কান্নার শোকে।


অত্যাচারীর বিচার হবে
একদিন আগে পরে,
সহজ সরল দেশ-জনতার
অভিশাপের ঝড়ে।


কূল পাবে না ঠাঁই পাবে না
জ্বলবে নরক তলে,
বুক ভাসাবে কেঁদে কেঁদে
দুই নয়নের জলে।


আল্লাহ মহান তিনিই হলেন
শ্রেষ্ঠ বিচার-পতি,
অনু অনু হিসাব নিবেন
নাই কোনো তার গতি।


উড়ছে ঘুড়ি ইচ্ছামত
লাটাই তাঁরই হাতে,
টান দিলে ফের আসবে ফিরে
চিকন সুতার ঘাতে।


ছাড় দিয়ে রন অত্যাচারীর
না ছাড়েন হায় কভু,
ন্যায়-বিচারক মালিক তিনি
সৃষ্টিকারী প্রভু।