বিচার হবে
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৬-০৫-২০২৩ ইং


অত্যাচারীর বিচার হবে
দু-দিন আগে পরে,
বিনাশ হয়ে মৃত্তিকাতে
পড়বে ঝরে ঝরে।


সবার আছে একটা সীমা
লঙ্ঘন হলে তাতে,
আসবে গজব ওই বিধাতার
বজ্রপাতের ঘাতে।


জোর অবধি চালাও দাপট
হিংস্র পশুর মত!
চিরদিনের নয় তো এ জোর
ধ্বংস হলেই নত।


ন্যায়-পরায়ণ আল্লাহ মহান
সঠিক বিচার করেন,
সত্য পথের পথিক যাঁরা
তাঁর চরণই ধরেন।


রাখবে স্মরণ জীবন মরণ
ছাড় দেন আমার প্রভু,
না ছেড়ে দেন বিচার করে
অপরাধীর কভু।


বাড় বেড়ো না অহংবোধে
জোর ক্ষমতার অতি,
আমরা রবের সৃষ্টি গোলাম
তিনিই বিচার'পতি।


লাগাম ধরে টানবে যখন
থাকবে না প্রাণ প্রাণে,
অপশক্তির বিনাশ হবে
সৎ সততার বাণে।