বিচিত্রতায় হিমেল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২০-০১-২০২৪ ইং


হিমেল বায়ে রিক্ত পায়ে
ছুটছে দীনে পল্লি গাঁয়,
ধনীর দুলাল সেই বাবুলাল
দালানকোঠায় সুখটা পায়।


সর্বহারা বস্ত্র ছাড়া
শীতের কোপে কাঁপন গায়,
রাজার রানি মধুর বাণী
লেপতোশকে উষ্ণতায়।


পথের ধারে ভীষণ জাড়ে
কাঁপছে পথের ওই শিশু,
গতরে তার নাই সোয়েটার
কম্বল বিহীন এক টিসু।


গরিব দুখী নয় তো সুখী
শীত গরমের এই ধরায়,
কেবা আছে সামনে পাছে
যত্ন স্নেহে কে জড়ায়?


যাচ্ছে বেলা রবের খেলা
তাঁর দয়াতে প্রাণ বাঁচে,
কেউ হাসে হায় কেউ অসহায়
কেউ কাঁদে ফের কেউ নাচে !