বিদায়ের ঘন্টা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৪-১১-২০২৩ ইং


দিন দিন প্রতিদিন
               আয়ু কমে যাচ্ছে,
হঠাৎ হঠাৎ করে
                 অক্কাটা পাচ্ছে।


শিশু থেকে কিশোর আর
                   যুবা থেকে বৃদ্ধ,
একে একে ক্রমাগত
                  এ জ্বালায় বিদ্ধ।


দু'দিনের দুনিয়ায়
                   হায় এ কী  মচ্ছব!
ভাই বোনে দ্বন্দ্বটা
                         পৈতৃক কচ্ছপ।


মারামারি কাটাকাটি
                           সম্পদ লুণ্ঠন,
জোর যার খ্যাতি তার
                   নীতি হীনে গুণ্ঠন।  


কবে হবে বুদ্ধিটা
                           এই সব বন্ধ ?
দেখে না কোরান খুলে
                      চোখ থেকে অন্ধ।


এইভাবে দিন গেলে
                     জবাবটা হবে কী?
প্রকৃত মানুষ যারা
                      ধিক্কারে দিবে ছি!


চাও যদি পেতে সবে
                        পরকালে শান্তি,
পৃথিবীর মোহ ভুলো
                          দূর হবে ক্লান্তি ।


আজ আছে কালা নাই
                         বের হলে দমটা,
অবশ মাটির দেহ
                         বিদায়ের ঘন্টা।