বিদ্রোহী নজরুল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৪-০৯-২২, ইং রাত ১২ঃ০০ এ এম।


বিদ্রোহী নজরুল   বাগে ফোটা এক ফুল,
গানের এ বুলবুল       নাই তার কোনো তুল।
মহাকাশ ফুঁড়ে যায়    ভূমে ভেদে ধায় ধায়,
সংশয় দুর্জয়      ডাকে শুধু ইশারায়।


ছুটে আয় নির্ভয়    ভয় নাই হবে জয়,
সমতার বাণী তায়  নাহি হয় কভু ক্ষয়।
তোলপাড় চারিদিক  তাঁবু গাড় দিকে দিক,
পড়বেই হয়ে চিৎ   জালিমেরে দেই ধিক।


বাজায়িয়ে ডঙ্কা'র     কর দূর শঙ্কা'র
ঝাঁঝে ঝাঁঝ লঙ্কার  বীণায় উঠে ঝংকার।
ভীত নাহি এই মন  জাগ্রত সারা-ক্ষণ,
নাই যদি থাকে ধন  নয় কভু উচাটন।


সাহসেতে বুক বাঁধ   হবে নাকো বরবাদ,
এই যদি থাকে সাধ  দূর হবে অপবাদ।
মিথ্যা দ্রোহের নল   চুরমার হবে বল,
যত করে যাক ছল  ভরিবে আঁখিতে জল।


আয় সব করি পণ   হাতে হাত জনে জন,
ধ্বসিবে জালিম তন  হুঙ্কারে আক্রমণ।
নিশ্চিত জয় তোর  কাটিবে ঘুমের ঘোর,
বিপদে দিবেই দৌড়  আসিবেই রাঙা ভোর।