বিদ্রোহী কবি  
ইব্রাহিম হোসেন
============


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
দুখু মিয়া ছিল যার,আরো এক ডাক নাম;
মাথা নত করেন নি, অন্যায় সহেন নি
সততায় ছিলেন তিমি, সদা বলিয়ান।


১৮৯৯ সালের ২৫ শে মে পশ্চিম বঙ্গ
বর্ধমান জেলার নাম,
জন্ম গ্রহণ করেন তিনি,এই অবনী পরে
চুরুলিয়া ছিল তাঁর প্রিয় গ্রাম।


পিতা ছিলেন কাজী ফকির আহমেদ
মাতা ছিলেন জাহিদা খাতুন ,
প্রিয় কবি আমাদের কাজী নজরুল  
সকলের কাছে সদা নিত্যনতুন।


দুঃখকে সাথী করে, কষ্টকে বুকে ধরে
করলেন নজরুল জীবন গঠন,
হাজার গল্প নাট্য, কত গীতি কাব্য
রচনায় ছিল তাঁর বিদ্রোহী  কথন।


বুকেতে সাহস বেঁধে, ডর নাহি করে ভবে
অন্যায়ে ছিল না, নত শির মাথা;
সত্যের, সাম্যের, কথা গান মানবের
গীতি রচনা ছিল, সারি সারি গাঁথা।


সরল-সঠিক, সততার পথ প্রদর্শনে
ছিল তার অপার অবদান,
গেয়েছেন মানুষের তরে, সদা নির্ভয়ে
গীত গীতাঞ্জলির কবিতা ও গান।


বিদ্রোহী সুর তুলে  গান কবিতার বনে
জীবন বিলীন করেন মানবতায়;
২৯ শে আগস্ট ১৯৭৬ রে, ওপারে পাড়ি দিয়ে
পিজি হাসপাতালে চিরতরে নিলেন বিদায়।


আজ প্রিয় কবির ৪৪ তম বিদায় লগনে
জানাই হাজার বিনম্র শ্রদ্ধা ও সালাম,
প্রিয় কবি চিরদিন রবেন সবার হৃদয়ে
চির অবিনশ্বর, চির অম্লান।


( বিশেষ দ্রষ্টব্য :-   আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি, কাজী নজরুল ইসলাম এর ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শোক শ্রদ্ধাঞ্জলি বিনম্র শ্রদ্ধা নিবেদনে তাঁর প্রতি উৎসর্গকৃত কবিতা। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে বেহেশতের সর্বশেষ্ঠ মর্যাদার স্থানে স্থান দান করেন।  
আমিন। )