বিদ্রোহী কন্যা
মোঃ ইব্রাহিম হোসেন


নারী ঘরে জ্বালে আলো, নারী ঘরে সুখ;
বিষাদের ছাপ কেনো তবে তার মুখ ?
অন্যায় সয়ে আর থাকবো না চুপ,
বাঁধবো শক্ত করে ব্যথাভরা বুক।।


যদিও বয়ে যায় রক্তেরই বন্যা।
জেগে ওঠো যত সব বিদ্রোহী কন্যা।।


শোষণের কালো হাত ভেঙে দাও আজ,
নারীদেরও আছে হক জাগাও সমাজ।।
অবলা নারী হয়ে আঘাতের মার,
ক্ষতবিক্ষত মন হয় ছারখার।।


কতকাল দেবো আর আদালতে ধরনা!
জেগে ওঠো যত সব বিদ্রোহী কন্যা।।


পুরুষ ভাবো তুমি  সবার বড়ো,
পারো না বাহিরে শুধু ঘরেই লড়ো।
দোষ বিনা দোষে ধরো বউয়ের-ই চুল,
যদি কোনোক্রমে পাও এতটুকু ভুল।।


মনে রেখো নারী দেহেও আছে সন্না।
জেগে ওঠো যত সব বিদ্রোহী কন্যা।।


পুরুষ ভাবিস তুই নারী নাকি  মাল?
মাল নয় নারী জাতি মমতার জাল।
তোরও ঘরে আছে দেখ মাতা বউ বোন,
নারী উত্ত্যক্ত এটা শোন তোরা শোন।


নারী দেখে তোরা সব চোখ নিচু কর্ না।
জেগে ওঠো যত সব বিদ্রোহী কন্যা।।


হতে দেবো না গুম,নারী ধর্ষণ ;
আঘাতের প্রতিঘাতে রোষ বর্ষণ।
বজ্রকণ্ঠে করো সবে প্রতিকার,
রেখো নাকো বুকে পুষে ব্যথা হাহাকার।


হাতে হাত রাখো সব আর ডর না।
জেগে ওঠো যত সব বিদ্রোহী কন্যা।।