১।
বিদ্রোহী প্রেমিক
মো: ইব্রাহিম হোসেন
রচনা: ০৪-১১-২০২৩ ইং


আমি তো আগুন আর ভব 'পর পানি,
এ জীবন সংসারে তব তরে রানি!
আমি ভিতি সাইক্লোন সাগরের ঢেউ,
বাধা দেবে এ সাহস মনে পুষে কেউ?


ধরেছি দু'হাত তব মজবুত করে,
কার আছে হিম্মত ছিন্নতে লড়ে?
যত'ক্ষণ আছে মিশে এ দেহতে প্রাণ
পারবে না পারবে না কেড়ে নিতে জান!


কেউ যদি আসে কভু বাধা দিতে এই,
বাঁচা মরা যুদ্ধতে আমি বা সে নেই!
বুক পেতে দেবো তারে মারিলেও বাণ,
হতে দেবো নাকো তবু কভু বলিদান।


কত ভালোবাসি তাহা বুঝানোর নয়!
তুমি হাসি, কাঁদনের আঁখিজল ক্ষয়।
তোমাতে জীবন আর তোমাতে মরণ,
তোমাতেই সুখ হৃদে রক্ত ক্ষরণ!


বিদ্রোহী এ প্রেমিক তুফানের শোর,
বজ্রধ্বনিতে দূর ডাকাত ও চোর।
তোমাকে নিয়েই আমি সাজাবো আসর,
খুব শীঘ্রই হবে বিবাহ বাসর।


====================


২।
সত্য প্রকাশ
মো: ইব্রাহিম হোসেন


সত্য প্রকাশে যার হয় না সাহস,
সেই ভবে বেইমান গাফেল বেহুঁশ।
মুখে বলে ইসলাম অন্তরে কই?
কীর্তিকলাপে তার তাণ্ডবে রই!


লোলুপতা নিরিখে তা করে বর্জন,
মনুষ্যত্ব খুনী এ তো কর্ষণ!
সর্বজনীন ভাবে বলিদানে দ্বীন ?
দ্বীনের পথেই সে তো বড় মিসকিন!


রাসুলের পূত বাণী অস্বীকারে যায়,
ইসলাম বিদ্বেষী মুমিন না হায়!
মনগড়া বাণী বলে রবে না ইমান,
কোরান হাদিসে আছে কত যে প্রমাণ।


সেই তো মহান জ্ঞানী বিচারক ভাই,
চোখ মুখ কান আছে বিবেক তো নাই!
সম্মুখে ডানে বামে ছবি যদি রয়,
শুদ্ধ নামাজ বলো কেমনে তা হয়?


মানা বা না মানা সেটা ওদের ব্যাপার,
করেন মহান প্রভু নীতির বিচার।
আমি এক মুসলিম মান্যতে তাই,
রব ও নবীর বাণী চিত্ততে ঠাঁই।


==================