বিদ্রুপের কলম
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৮-০২-২০২৩ ইং


কুকুরের এক দুর্লভ ছবি
লিখছে কিছু কলম,
হীন অসহায় নবীনের ঘায়  
দিচ্ছে বিষের মলম।


কলম যাদের বিদ্রুপে ধায়
জোর গতিতে চলে,
আমার কলম বলছে তাদের
অন্যের দেখে জ্বলে।


লোহার তৈরি বাসর ঘরেও
বিষ প্রক্রিয়া থাকে,
তার মানে ভাই বলতে কি চাও
অযোগ্য বর তাতে?


রাস্তা দিয়ে পথিক চলে
শ্রেষ্ঠ মানব দেখা,
কুকুর কভু দেয় যে কামড়
বিধির ভাগ্য লেখা।


তার মানে নয় লোকটি খারাপ
সমাজের রোগ মন্দ,
ভাবনাটা যার এমন মনে
সেই তো কুড়ায় দ্বন্দ্ব।


বইমেলাতে এসেছিলো
কুকুর নামের প্রাণী,
তাই বলে কি মেলারই মান
যায় চলে কও জ্ঞানী ?