আলহামদুলিল্লাহ।


বিজয় নিশান  ( গদ্য কবিতা )
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৫-১২-২০২২, বৃহস্পতিবার।


সাহসী বাঙালি দুর্জয়, তাই এসেছে বিজয়
ষোলই ডিসেম্বর আজ,
আকাশে উড়ায় নিশান, দেশের দামাল কৃষাণ
মাথায় পরে বিজয়ের তাজ।


হয় রুধির ক্ষরণ, কত সম্ভ্রম হরণ
একাত্তরের সেই দিন!
মায়ের চোখে কাঁদন, ছিন্ন স্নেহের বাঁধন
আমজনতা হয় হীন।


দমেনি তবুও, শঙ্কাতে কভুও
বজ্রকণ্ঠের হাঁক,
এই বঙ্গ রক্ততে লাল, ক্ষোভে হয় উত্তাল
বীর বাঙালির ডাক।


সেই ভয়ঙ্কর রণাঙ্গনে, সবে প্রাণ ও পণে
লড়াই করে হয় কত খুন!
নাহি ডর, ভয় চিত্তে, অহবের ওই নৃত্যে
পাকিদের মনে ধরে ঘুণ।


হায়েনাদের মরণ, হয় পরাজয় বরণ
পাকিস্তানির নিচু শির,
লাখো প্রাণ বিসর্জনে, এই স্বাধীনতা অর্জনে
বিজয় পায় বীর বাঙালি বীর।


চোখে শ্রাবণের অশ্রু লয়ে, শত ব্যথা বক্ষে সয়ে
গায় বিজয়ের গান,
মায়ের মুখে হাসি, আঁখিজল রাশিরাশি
পায় স্বাধীনতার মান।


অমানিশা ঘোর, কালো রাত কেটে ভোর
লাল সবুজের পতাকার সাথ,
উঠে রঙ্গিন রবি, আঁধার কেটে আলোকিত সবি
বঙ্গজাতি পায় সোনালী প্রভাত।


(১৯৭১ সালে যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলা পেয়েছি, পেয়েছি লাল সবুজের পতাকা।
তাঁদের সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও শ্রদ্ধাঞ্জলি।)