বিজয়ের জয়গান
মোঃ ইব্রাহিম হোসেন


ভুলবো না কোনদিন ভোলার তো নয়,
তোমাদের কারণেই  স্বাধীনতা জয়।
তোমরা অকুতোভয় কালজয়ী বীর,
দুর্গম গিরি বেয়ে উচ্চতে শির।


স্বার্থ বুঝোনি কভু নিজেদের তর,
ডঙ্কা বাজিয়ে রণে তুলেছিলে ঝড়!
বুক পেতে দিয়েছিলে বুলেটের মুখে,
বিদ্ধ গুলিতে দেহ পাকিদের রুখে।


মহীয়ান মহীয়সী তরুণী তরুণ,
যুদ্ধের ময়দানে কাহিনি করুণ!
মাতা গেছে বাবা গেছে, গেছে সন্তান,
সম্ভ্রম হরণেতে গেছে নারী মান!


ছোট ছোট কচিকাঁচা শিশু ও কিশোর,
মা বাবা ডাকার ক্ষণ পায়নি নিথর!
তারাও তো শহীদ হলো জালিমের হাতে,
নিষ্ঠুর নির্মম বোমার আঘাতে!


ইতিহাস বলে প্রায় লাখে লাখে ত্রিশ,
ধর্ষণ খুন করে পাপাচারী রিষ।
এভাবেই অকাতরে দিলে যারা প্রাণ,
দেশের জন্য কভু হবে না তা ম্লান।


হৃদয়ের মণিকোঠে তোমাদের ঠাঁই,
শ্রদ্ধাতে সান্ত্বনা চিত্ততে পাই।
আঁখি ঝরে বার-বার তাই ফেলি মুছে,
বিজয়ের জয়গানে দুষ্কর ঘুচে।



(রচনা: ১৬-১২-২০২৩ ইং)