বিন্দু হলেও সিন্ধু
মোঃ ইব্রাহিম হোসেন  (২৮-০৯-২২)


দুঃখ আমার জীবন সাথী
দুখের সাথেই প্রেম,
চাই না কারো অট্টালিকা
সুখের ধরা হেম।


খুব নগণ্য নই তো গণ্য
নাই কোনো মোর দাম,
ক্ষুদ্র আমি শিষ্য সবার
ক্ষুদ্র করি কাম।


বিশ্বে যেজন মহাজ্ঞানী
তুলনা যাঁর নাই,
তাঁর মত ওই জায়গাতে কি
হবে আমার ঠাঁই?


শীর্ষ গুরুর শক্তি মেধা
আমার কি আর হয়?
আমার রবে যা দিয়েছেন
তৃপ্তিতে মন রয়।


তোমরা যতই মারো আমায়
উপহাসের বাণ?
শুকরিয়াতে গাইবো তবু
মহান প্রভুর শান।


লোকের আছে গাড়ি বাড়ি
আমার কুঁড়ে ঘর,
দুঃখ তো নাই তাতেই আমি
থাকবো জীবন'ভর ।


মাটির মানুষ মাটির সাথে
যাবো মিশে হায়!
গঞ্জনা আর লাঞ্ছনাতে
কিবা আসে যায়?


সরল পথের নাবিক আমি
সত্যে করি পণ,
আমার লেখা ক্ষুদ্র হলেও
স্বর্ণ হীরার ধন।


অল্প হলেও রত্ন আমার
অল্পতে খোশ রই,
আহ্লাদিত চিত্ত সদা
অকৃতজ্ঞ নই।


সিন্ধু না হোক বিন্দু আছে
বিন্দুরই গান গাই,
সাগর না হোক নালার জলে
ডিঙ্গিতে দাঁড় বাই।