বিন্দু তর্জন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৫-০৯-২০২৩ ইং, শুক্রবার।


নই অনন্য খুব নগণ্য
মানুষ আমি ছোট্ট,
কঙ্কালের এক অংশবিশেষ
খুব লাজুকে কট্ট।


বিশালতা নাই ক্ষমতা
পদবিহীনে গণ্য,
না পড়ি তাই মানব খাতায়
বিদ্বজন থেকে অন্য।


করুণ এ হাল হায় কী নাকাল
তুচ্ছ জাতের পণ্য!
পাই না তো দিক কূলকিনারার
খুঁজিয়া তন্ন-তন্ন।


যেদিকে চাই অর্ণব শুকায়
মরুর এ বুক শূন্য,
হয় নাকো তাই দরদী ভাই
হয় না আশা পূর্ণ।


ভবলীলায় অবহেলায়
চলছে দেহের হংস,
লজ্জারই ভার অবনী 'পর
করছে বহন অংস।


আর ডরি না ভয় করি না
বীণায় তুলি ঝংকার,
বাঁচবো ক'দিন এই তো দু'দিন
কণ্ঠতে রব ওংকার।


বিন্দু থেকে সিন্ধুতে হয়
সাগর নদী সর্জন,
ক্ষুদ্র আমি বিন্দুতে নই
সিন্ধুতে দেই গর্জন।