বীর সৈনিক  ( গীতি কবিতা )
ইব্রাহিম হোসেন


নই  দাম্ভিক, আমি  নির্ভীক
সততার পথে এক বীর সৈনিক ।।
আমার ভয়ে  পালিয়ে যাবে,,
জলদস্যুরা সব দিগবিদিক। ঐ


হুঁশিয়ার সাবধান, সন্ত্রাসী বেইমান
চলবে না দেশে আর অনিয়ম,
কোরানের  বিধানে, আইনের শাষণে
দূর হবে যত সব কাহিনী নির্মম ।


আমার কাছে প্রিয় তারাই যারা
আল্লাহ রাসুলের প্রিয় আসিক। ঐ


অপশক্তিতে যারা দেশের মাটিতে খাড়া
গরীব দুঃখীদের করে শোষণ ,
সততার হাতিয়ারে ছিন্নভিন্ন করে
বিতাড়িত করে তাদের করবো শাষণ।।


শান্তি শৃঙ্খলা থাকবে নিয়ম,
হাসি মুখে রবে সুখে দেশবাসী দৈনিক। ঐ


সুদ ঘুষ রবে না, হবে না প্রতারণা
হবে না কভু দেশে নারী ধর্ষণ,
অন্যায় অবিচার দূর হবে রাজাকার
ঐক্য শান্তি শিক্ষা প্রগতি রবে আমরণ।।


ঘুষে গড়া গাড়ি বাড়ি সবই নিবে প্রভু কাড়ি
সততার দিবে প্রভু পারিশ্রমিক। ঐ


বিদেশী হায়না, হানা আর দেবে না
শান্তি দেশে সদা করবে বিরাজ,
নয় শুধু দেশ রাজা আছে যত সব প্রজা  
এরাও দেশে হবে রাজা মহারাজ।।


দাও খোদা শক্তি করে যাবো ভক্তি
দ্বীনে জীবন দিয়ে হবো তোমার আসিক।ঐ


মারামারি খুন আর রাহাজানি গুম
দূর হবে সব কিছু রবে না দেশে,
অন্যায় দূরিভুতে অস্ত্র ধরে হাতে
লড়বো দেশের তরে বীরের বেশে।।


এই করি এসো পণ ছোট বড় গুণীজন
আমরাই এদেশের বীর সৈনিক। ঐ