বিড়ালের দাওয়াত
মোঃ ইব্রাহিম হোসেন


ইঁদুর ছানায় বিড়াল বেটা
দাওয়াত দিয়ে কয়,
অন্ধকারে গর্তে থাকো
কষ্ট কত হয়!  


ঝড় ও বৃষ্টি আসে যখন
গর্তে পানি যায়,
হাবুডুবু নাক চুবানি
মরণ জ্বালা হায়!


মোদের বাড়ি এসো তুমি
খেতে দেবো ভাত,
ফুল বিছানায় থাকতে দেবো  
কাটবে সারা রাত।


আলো আছে, ছায়া আছে
ওই শহরে ঘর,
ভয় থাকে না চিত্ত কোণে
যতোই আসুক ঝড়।


ইঁদুর ছানা মুচকি হেসে
জবাব দিলো তাই,
তোমার দাওয়াত খেতে গেলে
প্রাণ'টা আমার নাই।


স্বচ্ছ মনের চালাকিটা
বুঝে গেছি আজ,
তোমার প্রেমে মজলে আমার
পড়বে মাথায় বাজ।
==========


সৎ আমল
মোঃ ইব্রাহিম হোসেন


আর থেকো না ঘুমের ঘোরে
ক'দিন বেঁচে রবে?
মরার আগে মালিক স্মরো
ধন্য  তব হবে।


বৈভবেরি মায়ায় পড়ে
রাসুল ভুলো নাকো,
দ্বীনের পথে স্বর্গ রথে
আল্লাহুকে ডাকো।


ক্ষণিকেরই এই দুনিয়া
চিরদিনের নহে,
সরল পথে মুক্তি আছে
কোরআনে তা কহে।


দামের গাড়ি টাকা পয়সা
সুখ দিবে না কভু,
সুখটা যদি চাও গো নিতে
স্মরণ করো প্রভু।


সৎ আমলে শান্তি মিলে
দুঃখ দূরে সরে,
চিরকালীন সুখের দেখা
পাবে কবর ঘরে।
=========