বিরহের স্মৃতিগুলো
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৮-১২-২০২২, ১২ঃ২০ এ এম।


মন ছুটে যেতে চায় আজ সেই দিনে,
স্মৃতিগুলো কেঁদে ফিরে হায় তুমি বিনে!
খেলাধুলা হাসাহাসি আরো কত কী যে!
ভেবে দেখো প্রিয়তমা খুঁজে পাবে নিজে।


ঝিরিঝিরি বাতায়ন ওই নদী কূল,
চোখে চোখে চোখাচোখি হত কত ভুল!
স্বপ্ন দেখা মনে আঁকা ফোটা এক ফুল,
তোমা সাথে হবে নাকো কারো কভু তুল।


তুমি প্রেম তুমি আশা তুমি ভালোবাসা,
তোমাকেই ঘিরে মনে ছিলো যত আশা।
হাসিতে আমাকে দেখে ভরে যেত বুক,
ভাবনা বিভোর মনে প্রেমি সুখ দুখ।


কাছে ডাকি ভাবি বলি ডর ধরে খুব,
তোমার প্রেমেতে আমি দিয়েছি যে ডুব।
বলি বলি করে কভু হয়নি কো বলা,
একসাথে দু'জনার তবু পথ চলা।


এক দুই তিন করে তিন সাল পরে,
ভালোবাসি তোমাকেই বলেছি যে ধরে।
হাতে হাত রেখে তুমি কথা দিয়েছিলে,
চিরদিন রবে ভবে মম এই দিলে।


বাঁচবো না তুমি ছাড়া পৃথিবীতে আর,
এই মোর শেষ কথা শেষ সমাচার।
কথা দিলে বারেবার দেবে ফিরে প্রাণ,
মরণ এলেও রবে ত্যাগে তব জান।


এই কথা ছিলো মোর অগোচরে জানি,
যখন শুনেছি চোখে ঝরেছে যে পানি।
দেখো না ভাবিয়া প্রিয়া মনে পড়ে যদি,
ভুলিনি তোমায় কভু এখন অবধি।


সেই দিন ছিলো প্রিয়া মাস রমজান ,
রোজার হালতে প্রেম আদান-প্রদান।
কথা এই দু'জনেই যুগ যুগ ধরে,
বাঁচি মরি রয়ে যাবো এক বাহুডোরে।


মহাখুশি ভালোবাসি সবচেয়ে বেশি,
কভু হাসি কভু রাগি কভু রেষারেষি।
রাগ নয় ঝাল নয় এ যে অভিমান,
ভালোবেসে তোমাকেই দিতে পারি জান।


এই ছিলো আশা মোর এই ছিলো পণ,
চোখের আড়াল হলে কাঁপিত এ মন।
সেই আশা ভালোবাসা মিছে হলো আজ,
বিষাদের জ্বালা বুকে বিরহের তাজ।