বিষাদের কষ্ট
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১২-০১-২০২৩, বৃহস্পতিবার।


যেতে হবে সব ছেড়ে
কেনো মাতো রঙে?
কেবা যাবে ভেবে দেখো
ও কবরে সঙ্গে ?


রূপে গুণে অবয়ব
ফ্যাশনের ঢঙে,
আধা খোলা আধা ঢাকা
নাহি শাড়ি অঙ্গে।


চেয়ারে বসে খাতা পেনে
কষো কত অংক!
সুদে ঘুষে ভোলা মন
চিত্তে না তঙ্ক।


বাজিবে যেদিন তব
মরণের ডঙ্কা,
কাঁপিবে যে থরথর
বিভীষিকা শঙ্কা।


বুঝিবে সেদিন তবে
ওরে পথভ্রষ্ট!
হেলাতে কখনো ক্ষণ
করো নাকো নষ্ট।


গতরের জোর শেষে
মাশুলের তষ্ট,
নিভৃতে নিরুপায়ে
বিষাদের কষ্ট।