বিষাদী মন 
মোঃ ইব্রাহিম হোসেন
রচনার তারিখঃ ২৬-০৮-২০২২, শুক্রবার।


দুঃখ হেথায় কারে দেখাই
কেবা আছে এমন,
বুঝিবে কে বুকের মাঝে
কষ্ট এ যে কেমন?


অগ্নি জ্বলে চিত্ত গলে
নাভিশ্বাসের জ্বালা,
আর্তনাদে মন বিষাদে
অন্তর পুড়ে কালা।


আপন স্বজন বিরহী মন
অভিমানে কত!
বুঝে না হায় অনল জ্বালায়
হৃদয় ক্ষত ক্ষত।


চিন্তা বিরাজ মাথাতে বাজ
বিষণ্ণতায় এ মন,
বাঘের থাবায় খামচে ধরায়
বন্য প্রাণী যেমন।


ক্যামনে বলি কষ্টে চলি
ভীষণ জ্বালা বুকে?
বেদন ঝড়ে অশ্রু ঝরে
মরছি ধুঁকে ধুঁকে।


চাই না আমি জগৎ স্বামী
আমার তরে কেহ,
অশ্রু ঝরাক কষ্টতে থাক
ক্ষয় করুক তার দেহ।


আমার জ্বালা গলার মালা
আমারই থাক গলে,
তাদের সুখে হাসি মুখে
থাকবো নরক তলে।


চরণ চুমি মাওলা তুমি
সুখে রেখো তাদের,
দুঃখ ভুলি দু'হাত তুলি
ভালোবাসি  যাদের।