বিষাদময় প্রেম
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-১১-২০২৩ ইং


প্রেম জান প্রেম প্রাণ প্রেমেই মরণ!
খাঁটি প্রেমে হাসা কাঁদা ব্যথার কারণ।
প্রেমে সুখ প্রেমে দুখ প্রেমেই নরক,
বিরহ ও বেদনার স্মৃতির স্মারক।


হায় হায় প্রেম হায় কাতর ব্যথায়!
বারবার মন যায় অতীতে সেথায়।
দুই যুগ পার হলো কেঁদে কেঁদে চোখ,
শোনে না বারণ মন তবু করে খোঁজ।


ওগো মোর প্রিয়তমা প্রিয় জান পাখি!
ভুলিনি ভুলিনি আজো লোনা জলে আঁখি।
গত রাতে স্বপ্নতে দেখি যে তোমায়,
বিবাহের বন্ধনে জড়ালে আমায়।


মৃদু মৃদু হাসি আর উল্লাসে মন,
তব ছোঁয়া পেতে মন চায় সদা ক্ষণ।
অধরের কাঁপুনিতে কাঁপে এই বুক,
বুকের মধ্যখানে করে ধুকধুক!


বাড়ির উঠানে করো শুধু ঘুরঘুর,
সাঁঝের বেলায় যাও দূর বহুদূর।
একদা বিকেল বেলা সন্ধা লগন,
যাও চলে বেজে উঠে হাতের কাঁকন।


সামনে দাঁড়িয়ে বলি যাবে গো কোথায়?
সারারাত পার হোক কথায় কথায়।
দেবো নাকো যেতে আর কখনও কভু,
কত ভালোবাসি শুধু জানে ওই প্রভু !


মুচকি ঠোঁটের হাসি চাঁদ মাখা মুখ,
যত দেখি তত লাগে সুখ আর সুখ।
অপলকে চেয়ে থাকি বারবার তাই,
তুমি ছাড়া প্রিয়জন আর কেহ নাই।


কিছু-ক্ষণ পরে মোর ঘুম ভেঙে যায়,
হঠাৎ জেগেই দেখি নাই তুমি হায়!
দু'চোখের পানি ঝরে সাগরে মিলায়,
নরক দহন বুকে একা নিরালায়।


কাঁদিয়া কাঁদিয়া বলি চিৎকারে ওই,
দয়াময় ওগো প্রভু থাকো তুমি কই?
কেনো তুমি প্রেম দিলে হৃদয় জখম,
মনের ময়ূরী কভু মেলে না পেখম।


বিনয় করি যে আজ তব দ্বারে রব!
দিও না প্রেমের ব্যথা নিও তবু সব।
এই প্রেমে পোড়ে মন, পুড়ে ছাই তন,
নরকের জ্বালাতন যায় না সহন!


বুঝে না মনের জ্বালা কখনো মানুষ,
ব্যথার সাগরে ডুবে প্রেমিক বেহুঁশ!
অভাগা আমার মত কেউ যেন আর,
বহন না করো কভু যাতনার ভার!