বিষণ্ণতায় মান
মোঃ ইব্রাহিম ইবনে
তারিখঃ ২৪০-০৫-২০২৩'


দে দে ছেড়ে দাম্ভিকতা
দাম্ভিকতায় মান হারায়,
মন্দ বলে লোক-সমাজে
বিদ্রুপে সব তাই তাড়ায়।


বিষ্ঠাভরা অন্তরে যার
চিত্ত তাহার হয় পাষাণ,
নিজ্ দাপটে অহংবোধে
যায় বাজিয়ে শিস বিষাণ।


আপনাকে শ্রেষ্ঠ ভাবে
কটাক্ষ তার মুখ বচন,
ইতিহাসের পাতায় স্মৃতি
কুখ্যাত জন হয় রচন।


হর উল্লাসে নাট্যমঞ্চে
ফূর্তিবাজের উদযাপন,
ভাবনা মনে বিচারপতি
শীর্ষ নেতার অধ্যাপন।


দ্যাখরে ভেবে কী আর হবে
তোর আচারে সব তুন্ন!
চৈতন্যবোধ বিবেক হারা
মর্যাদাহীন তুই ক্ষুণ্ণ।