বিশ্বাস অবিশ্বাস
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৫-০৯-২০২২ ইং


ভালোবাসি সহজ কথা বলতে সবাই চায়,
মনের মত মন ভুবনে ক'জনাতে পায়?
এক পলকের ভালোবাসাও জিন্দেগীভর রয়,
হাজার জনম পাশে থেকেও হয় নাকো মন জয়।


মুখের ভাষা নয় কভু প্রেম হৃদয় রাঙা চাই,
মনের মিলই হয় খাঁটি প্রেম ছলনা তার নাই।
পান খেতে তাই লাগে যেমন চুন সুপারি খর,
মন সাদা তার থকতে হবে খাঁটি প্রেমের তর।


অন্তরে বিষ স্বার্থেরই কিস ফাটল ধরার ভয়,
সুসময়ের প্রেমিক সাজে অসময়ের নয়।
অটুট বাঁধন ছিন্ন না হয় আসেও যদি ঝড়,
একেই বলে বিশ্বাসী মন ভালোবাসার ঘর।


উপর ভালো ভেতর কালো দেখতে মাকাল ফল,
মধুর বাণী আঘাত হানে করে নানান ছল।
ফুলের মধু হরণ করেই হয় ডুমুরের ফুল,
সহজ সরল মনটা যাদের হারায় দু'টি কূল।


চিত্তে তখন আগুন লাগে দেখানো না যায়,
মনের মাঝে ফাটল ধরে জীবন বাঁচা দায়।
বিশ্বাসে হয় ভালোবাসা অবিশ্বাসে ক্ষয়,
সারাজীবন ভুবন মাঝে চোখেরই জল বয়।