বিশ্বাসঘাতক প্রেমিক
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-১২-২০২৩ ইং


ব্যথার নদে ভাসিয়ে দিয়ে যাচ্ছো কোথায় চলে?
পেছন পানে দেখো চেয়ে ভাসি নয়ন জলে।
দোষ কি পেলে? যাও না বলে জানারই সাধ জাগে,
উদাসী মন পাগলপারা প্রেমের অনুরাগে।


ভালোবাসা পাপ কি বলো?  স্বর্গ থেকে আসে,
দু'টি মনের মন বিনিময় চায় সারাক্ষণ পাশে।
আমার প্রেমে খাদ ছিলো না, ছিলো যে প্রেম খাঁটি,
কী অপরাধ?  করলে আমার সাধের জীবন মাটি!


আমায় ফেলে থাকলে সুখে যাও দেবো না বাধা,
তোমারই সুখ চাওয়া পাওয়া এই জীবনের সাধা।
একটুখানি এই মিনতি যেও নাকো ভুলে,
আমার প্রেমের সুবাস নিও ফুল-বাগানের ফুলে।


হৃদয় ভরা ভালোবাসা শুধুই তোমার জন্য,
চিনলে নাকো স্বর্ণ হীরা ভাবলে ভোগের পণ্য।
ব্যবহারে কাচের বাসন ভাঙলে ফেলে ছুঁড়ে,
তেমন করেই করলে আঘাত আমার হৃদয় জুড়ে।


নই তো আমি ভোগের পণ্য, নই তো কাচের বাসন,
মানবকুলে জন্ম নিয়ে চিত্তে দিলাম আসন।
ফুলের মধু আহরণে বসেছিলে ফুলে,
ঠাঁই দিয়ে তাই মাশুল দিলাম বিশ্বাসের এক ভুলে।