বিভেদ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৮-০৮-২০২৩ ইং


দীন ধনী আর যত আছে মিসকিন,
সব মনে আশা আছে সবাই তো হীন।
ধনী চায় গাড়ি বাড়ি অর্থ কাঁড়ি কাঁড়ি,
গরিবের চাওয়া এক পান্তা ভরা হাঁড়ি।


ধনীদের পোশাকের কত যে বাহার!
দুখী চায় এক মুঠো পেটেতে আহার।
সাত তালি জামা গায় ছেঁড়া বস্ত্রখানি,
অভাবের তাড়নায় ঝরে চোখে পানি।


মাটির গঠনে দেহ সবাকার ভাই,
তবু এত ব্যবধান জানিবার চাই!
বিলাসিতা করে কেহ করে দিন পার,
আঁখি নীরে অনাহারে কারো হাহাকার!


কেউ থাকে দশতলা কেউ গাছতলে,
উভয়েরই চাওয়া পাওয়া দু'চোখের জলে।
জেলায় জেলায় বাড়ি বিদেশেও চায়,
অসহায় নিঃস্ব যারা প্রভুর আশায়।


বিবেকের চোখে দেখো সবাই আবেদ ,
ধনী গরিবের মাঝে কীসের বিভেদ ?
ধনীদের জেভ ভরা গরিবের নাই,
মাটির কবরে হবে উভয়ের ঠাঁই।