বনের পাখির ত্রাস
মোঃ ইব্রাহিম হোসেন


আমার দেশের অনেক পাখির
গভীর বনেই বাস,
আহার জোগাড় করছে সদাই
মনের ভেতর ত্রাস।


হয়তো কখন আসবে'রে ভাই
মরণ নামের ডাক,
ক্ষুধার জ্বালায় বনের- ই রাজা
জোরসে মারছে হাঁক।


কাঁপে যে পরান পাখ-পাখালির
করছে বিরাজ ভয়,
বাঁচার তাগিদ বুনছে স্বপন
ভয়টাকে করে জয়।


হৃদয়ে সাহস কখনো বেহুঁশ
এমনিভাবেই চলে,
গাছের উপর মগডালে ওই
নামটা প্রভুর বলে।


অসহায় তারা সব-ই তো হারা
নাই যে কেহই আর,
হয়তো বাঁচন নইতো মরণ
কঠিন'ই সমা'চার।
=========


সত্য মিথ্যাার ফল
মোঃ ইব্রাহিম হোসেন


সত্যতে যে মুক্তি আছে
মিথ্যাতে হয় ধ্বংস,
অসৎপথে পা বাড়ালে
পাবে পাপের অংশ।


জন্ম তোমার হোক না যেমন
কর্ম করো ভালো,
কর্মফলে জ্বলবে তোমার
জীবন প্রদীপ আলো।


মিথ্যা জীবন পাপেরই মূল
করতে হবে বর্জন,
দ্বীন দুনিয়ার সফলতায়
সত্য করো অর্জন।


সত্যবাদী পুষ্পিত ফুল
ফুলের সুবাস ছাড়ে,
চলার পথে দেশ ও দশের
সেই তো নজর কাড়ে।


মর্যাদা পায়  সবার কাছে
শীর্ষে তারই মকাম,
ঘৃণায় ডুবে মিথ্যাবাদী
যে করে ভাই অকাম।