বরের খোঁজে
মোঃ ইব্রাহিম হোসেন


এক বান্ধবী বললো আমায়
বর খুঁজে দেন ভাই,
সেই উদবেগে দুই চোখে মোর
একটুও ঘুম নাই।


কোথায় পাবো সোনার হরিণ
কোথায় পাবো বর,
কোথায় তাকে বেঁধে দেবো
বরের সনে ঘর ?


বান্ধবী মোর চাঁদের মত
দেখতে অবিকল,
কাজল কালো নয়ন দু'টি
কে নিতে চাস বল্ ?


এমন সময় ওই নীলে ডাক
পূর্ণিমারই চাঁদ,
জামাই বাবু মোর কাছে ভাই
নাই কোনো তার খাদ।


মনের মাঝে স্বস্তি পেলো
হর্ষতে তাই কই,
শুক্রবারেই পাক্কা বিয়ে
দল বেঁধে আায় সই।