বোরখা পরা চাই
মোঃ ইব্রাহিম হোসেন


বোরখাতে দেয় নারীর সম্মান
বোরখা পরা চাই,
বোরখা ছাড়া এ জগতে
নারীর মূল্য নাই।


লজ্জা হলো নারীর ভূষণ
রাখবে ঢেকে তাই,
সকলেরই মা-বোন আরও
কন্যা বিবি ভাই!


বোরখা পরা ফরজ আমার
বিধির বিধান কয়,
খোলামেলা পোশাক করে
নারীরই মান ক্ষয়।


নারী জাতির  সর্ব অঙ্গ
রসে ভরা মৌ,
থাকে যেমন স্বামীর কাছে
প্রিয়তমা বৌ।


পর-পুরুষের নজর কাড়ে
পর্দাবিহীন পাপ,
এই ভাগিদার গুরুজন ও
জন্মদাতা বাপ।


===========



পর্দা নাশক কীট
মোঃ ইব্রাহিম হোসেন


পর্দা নিয়ে চুলকানি আজ
কেনো রে তোর  হয় ?
নোংরামি আর অসভ্যতা
তোর মাঝেতেই রয়।


শত শত ডিগ্রি ধারণ
শিক্ষিত তুই নয়,
অশিক্ষিত মূর্খ দানব
এই অধমে কয়।


ছিলা কলা দেখতে যেমন
নোংরা লাগে ভাই!
পর্দাবিহীন নারী তেমন
বোধটা কি তোর নাই ?


পর্দা খুলে দেখ্ না ঘরে
মা-বোন আছে তোর,
থাকলে বিবেক কাটতে পারে
লুচ্চামি ঘুম ঘোর।


তুই সমাজের কলঙ্ক নর
পর্দা নাশক কীট,
ধিক্কারে দেই থুথু তোরে
নারী লোভী বিট।