বরফের ন্যায় জীবন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনা: ২০-১২-২০২৩ ইং


মানুষের এ জীবন বরফের ন্যায়,
টাকা পয়সার মত হয়ে যায় ব্যয়।
শিশু থেকে ধীরে ধীরে বড় তে যখন,
ক্ষমতায় বলীয়ান তরুণ তখন।


কত রঙ কত ঢঙ কত ভালো রূপ!
রূপের সে মায়াজালে অভিভূত চুপ।
বজ্রের হুংকারে শঙ্কিত সব,
ভীতসন্ত্রস্ততে নাই কলরব।


কিছুদিন পর ফের বয়সের ভারে,
দুর্বল নিস্তেজ শক্তি না বাড়ে।
এভাবেই বৃদ্ধতে উপনীত হয়,
সুঠামের অবয়ব হয় পরাজয়।


দিনে দিনে আয়ু কমে, কমে তনু জোর,
আসে না আগের মত আর রাঙা ভোর।
লাগে না কিছুই ভালো দম আসে যায়,
এত সুন্দর দেহ কয় গেলো হায়!


ভাবনা বিভোর মনে কখন আসে যম,
কখন কেড়েই নেবে রূহ যাবে দম ?
ক্ষণিকের এ রঙের খেলা শেষ আজ,
হঠাৎ পরাবে দেহে মরণের সাজ!