বৌ এবং স্বাামীর মা 
ইব্রাহিম হোসেন 

শোন, শোন, বলি ওগো
শোন বলি ভাই,
তোমার মায়ের মত যেন
বৌয়ের মা ও হয় ।

দশ মাস দশ দিন
গর্ভে ধারণ করে,
তোমার মা জন্ম দিলেন
এই পৃথিবীর পরে ।

তোমার মায়ের মত করে
তোমার বৌয়ের মা ও,
জন্ম দিলেন বৌকে তোমার
হলো তোমার প্রিয়  ।

লালন পালন করে মেয়ে
দিলেন তোমার হাতে,
এই ঋণ কি পারবে তুমি
কভু শোধিতে ?

তোমার মা যদি হয়
তোমার কাছে দামী,
বৌয়ের মা ও অনেক দামী
তাকে জন্ম দিলেন যিনি ।

দুই মা-ই তো জন্ম দিলেন
বৌ আর স্বামী ,
ছেলে মেয়ে দুয়ের কাছে
দুটাই অনেক দামী ।

শোধ হবে না তাদের ঋণ
তর্ক কইরো না,
দুই জনারই শ্বাশুড়ী হলো
দুই জনারই মা ।