বই মোলাতে আয়
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-০১-২০২৩, বৃহস্পতিবার
একুশের এই বই মেলাতে
ঈদ আনন্দের রব,
লেখক কবির মিলনমেলা
একত্রতে সব।
উপন্যাস ও মজার গল্প
আর কবিতার বই,
হৈ হৈ হৈ রৈ রৈ রৈ
কইরে তোরা কই?
শিক্ষা আছে কাব্যমালায়
শিক্ষা নিতে আয়,
ওই চেয়ে দ্যাখ কাব্য প্রেমিক
কী সুমধুর গায়!
হরেক রকম বইয়ের বাজার
আর পাঠকের ভিড়,
গুনগুনাগুন শব্দগ্রহ
শব্দকোষের নীড়।
ছন্দ ছড়ার ঝংকারে হয়
মন উতলা তাই,
কে কে যাবি আয় সাথে মোর
বই মেলাতে যাই।