বই মেলাতে এক দুখিনী
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-০২-২০২৩, মঙ্গলবার।


চার জনাতে বই মেলাতে
ঘুরতে গেলাম এইতো সেদিন,
লগুড় এক কর এক হাতে বই
ডাক দিয়ে কয় এক দুুখী'হীন।


বই কিনিবেন ও বাবাজান
একখানা বই আমার কাছে,
নিজের হাতের লিখিত তা
তাকিয়ে দেখি বৃদ্ধা পাছে।


পাইনি বাবা দোকান ভাড়া
রাস্তাতে তাই বিক্রি করি,
অনুভবের অনুভূতিতে
যার ঘ্রাণই পাই তাকেই ধরি।


নাই বাবা মোর দুই দু'টি চোখ
লাঠির বলেই চলি হেঁটে,
দুখের ঘানি কষ্ট এতো
ক্ষুধার জ্বালা তাই তো পেটে।


পৃষ্ঠা কয়েক চার বা পাঁচেক
খুব ছোট বই তাহার হাতে,
ফেব্রুয়ারির বিশ তারিখে
এশার লগন সেই যে রাতে।


চিত্ত আমার উঠলো কেঁদে
আগ্রহতে পুছি তাকে,
দাম কত কও ও বুড়ি মা
একদামই তার পঞ্চাশ রাখে।


সেই দামই তাই নিলাম কিনে
অশ্রুসজল মোর দু'নয়ন,
হায় বিধাতা কেমন খেলা
এই কী বলো তোমার চয়ন!