বইমেলা যাই চল
মোঃ ইব্রাহিম হোসেন
০৯-২০-২০২৪ ইং, শুক্রবার।


চল সেথা যাই বইমেলা ভাই
নতুন নতুন বই,
নাহিদ,বেলাল,তুহিন,শফিক
কই তোরা ভাই কই?


সঙ্গী,সাথী,চম্পা,বেলি
ফুল মালতীর ফুল,
বান্ধবী ওই হই রইরই
ঝুমকো কানের দুল।


নতুন নতুন বইয়ের ঘ্রাণে
উদাস পাগল মন,
আয় সাথে আয় জোট বাঁধি তাই
বইমেলার এই ক্ষণ।


বই বিনে হায় জ্ঞান কভু নাই
বইয়ের পাতায় মই,
এ জ্ঞান দিবে শিক্ষার আলো
ফুটবে মুখে খই।


নিজেরই মন ও প্রিয়জন
খুশির কলরব,
একটা যদি পায় উপহার
পায় যেন তাই সব।


যুগযুগ ধরে অম্লান রবে
ঠিক কি না তাই বল?
ধিন তা তাধিন সুখ সীমাহীন
বইমেলা যাই চল।
==============



পাপের সাজা  (লিমেরিক)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০১-০২-২০২৪ ইং,বৃহস্পতিবার।


পাপের সাজা পেতেই হবে নাই ক্ষমা তোর ভাই
দম ফুরালে সব হারাবে দেখবে কিছুই নাই!!
পরকালে অনন্তকাল
অগ্নিদগ্ধে জীবন বেহাল!!
কোরআন বাইবেল ত্রিপিটকের বর্ণনাতে পাই।