বইমেলা অবলোকন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৪-০২-২০২৪ ইং


ফেব্রুয়ারি ইচ্ছা জাগায়
বইমেলা যাই আরেকবার,
সত্যি গেলাম দেখতে পেলাম
দৃশ্যপট কী চমৎকার!


নেত্র মেলে দেখি সেথায়
হাজার লোকের সমাহার,
বই কেনা ভাই হয় না কারো
কুৎসা রটার অনাচার।


উৎকৃষ্ট যা গোপন থাকে
মন্দটারই আবিষ্কার,
দোষ বিনাদোষ হয় নিপীড়ন
ঘাড় ধাক্কাতে বহিষ্কার।


ডিগ্রিধারী লেবাস পরা
ভবিষ্যতের কর্ণধার,
অনেক আছে রঙে নাচে
উসকানিতে বলাৎকার।


কোনটা সঠিক কোনটা বেঠিক
নাই বুঝিবার টালমাটাল !
সাংবাদিকের মাইক্রোফোনে
তীব্রতা তার কথার ঝাল।


দুঃখ লাগে ভীষণ মনে
সবাই যদি কিনতো ভাই,
শখের বশত গ্রন্থমালায়
পাতার ভেতর হইতো ঠাঁই।


বই কিনে না আড্ডা মারে
সেলফি তোলার নাই অভাব,
লেখক কবি পাঠক সেজে
রংতামাশার এই স্বভাব।


চাই এ বাংলা একাডেমিতে
সবার জন্য এক আইন,
প্রবেশকারীর নিষেধ জারি
বই না কিনলেই হোক ফাইন।