বৃক্ষের গুণাগুণ
ইব্রাহিম হোসেন

বৃক্ষ মোদের জীবন বাঁচায় বৃক্ষ রোপণ করো,
বৃক্ষ লতার ছায়াতলে নিজের জীবন গড়ো।
মানব শ্বাসের নাইট্রোজেনে বৃক্ষরাজি বাঁচে,
গাছগাছালির অক্সিজেনে প্রাণিকুলে নাচে।

অক্সিজেন আর নাইট্রোজেনে সদাই যুদ্ধ করে,
তরুলতা বৃক্ষ ভবে মানব জীবন গড়ে।
বৃক্ষ ভবের ছায়া দাতা ওই বিধাতার দানে,
গ্রীষ্মকালে তপ্ত ভূমি জুড়ায় সবার প্রাণে।

গাছগাছালির প্রেমের টানে বর্ষা-বাদল ঝরে,
শুষ্ক জমিন নদী-নালা কানায় কানায় ভরে।
মৃত্তিকাতে চাষাবাদে কৃষাণ খুশি ভায়ে,
সোনার ফসল ফলায় মাঠে কাদা মাটির গায়ে।

খাট পালঙ্কের আসবাবপত্র  বৃক্ষ দিয়ে থাকে,
রাজা-রাণী ঘুমের ঘোরে স্বপ্ন সুখের বাঁকে।
বনের হরিণ,পশু,পাখি কতো রকম প্রাণী,
গাছের তলে বসবাসে দূর হয়ে যায় গ্লানি।

বিশ্ব-ভুবন প্রাণ বাঁচাতে ঔষধি গাছ লাগে,
চিকিৎসক ও কবিরাজে গবেষণায় জাগে।
আম কাঁঠাল ও লিচু গাছের সুস্বাদু ওই ফলে,
আমার দেশের গ্রামের মানুষ জীবন যাত্রায় চলে।