বৃষ্টি ছোঁয়া মন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৫-০৬-২০২৫ ইং

ঝিরিঝিরি বয়ে যায় ওই সমীরণ,
বৃষ্টিতে ভিজিয়াছি আমরা দু'জন।
ভেজা ভেজা অঙ্গতে উঠেছে কাঁপন,
এসো এসো এই বুকে ওগো প্রিয়জন।

রিমঝিম বৃষ্টির ছন্দতে আজ,
হারিয়েছে এ মনের যত সব লাজ।
দু'টি মন দু'জনাকে চায় পেতে চায়,
তুমি আমি নির্জনে এই  নিরালায়।

মেঘে মেঘে ঘর্ষণে বৃষ্টির ধারা,
তাই দেখে এই মন হয় দিশেহারা।
প্রেমের এ সুধা পানে হবো একাকার,
আমরা দু'জন আজ শুধু দু'জনার।

ধরো হাত থাকো সাথ আজ সারাদিন,
তত'ক্ষণ যত'ক্ষণ না হই বিলীন,
সারা'ক্ষণ  কেটে যাক হাতে হাত রেখে,
দু'নয়নে অপরূপে  তোমাকেই দেখে।

চাওয়া পাওয়া আর নেই বৃষ্টির দিন,
কাটে না প্রহর এই শুধু তুমিহীন,
এমনি ভাবেই চাই সারাটা জীবন,
অনন্তকাল থাক প্রেমের সীবন।