বৃষ্টির আরাধনা
মোঃ ইব্রাহিম হোসেন


তপ্ত খরা জীবন মরা
না বাঁচি হায় দমে!
ওষ্ঠাগত প্রাণ আসে যায়
যাচ্ছে আয়ু কমে।


এই গরমে অগ্নি ঝরা
প্রবল রৌদ্র তাপে,
ফুটিফাটা জমিন কাঁদে
বিশ্ব যেনো কাঁপে!


নেই আকাশে মেঘের ভেলা
নাইরে বাদল হাওয়া,
অতিষ্ঠ হয় প্রাণি সকল
মৃত্যুতে দেয় ধাওয়া!


এ যেনো এক নরক আজাব
নাভিশ্বাসের জ্বালা,
কোন্ পাপে হায় অবতরণ
যন্ত্রণার এই ডালা?


হে দয়াময় মালিক প্রভু
দাও রিমিঝিম বৃষ্টি!
শান্ত শীতল এই ধরা হোক
হোক ফসলের কৃষ্টি।