বৃষ্টির ফরিয়াদ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-০৪-২০২৪ ইং


গরমের তীব্রতা চাই প্রভু আর্দ্রতা
ফুটিফাটা মাঠঘাট দাও বর্ষণ,
শীতল ভুবন হবে স্বস্তি মনে পাবে
সবুজ শ্যামলে ধরা হবে কর্ষণ।


দম যেন বের হয় অবনী'র সব ক্ষয়
পানি বিনে চারিদিকে হাহাকার রব!
বৃষ্টির ধারাপাত দাও প্রভু তুলি হাত
জাগ্রত হোক ভবে হরষ উৎসব।


পিপাসার কাতরে গ্রাম-গঞ্জ শহরে
ওষ্ঠাগত প্রাণিকুল করে উৎপাত,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুমিন মুসলমান
সমস্বরে ফরিয়াদ নাই জাতপাত।


আমাদের মাঝে যদি থাকে প্রভু নিরবধি
পাপাচার বান্দা যেবা করে থাকে পাপ,
নিজ গুণে করো ক্ষমা বিবেকের দাও প্রমা
রহম নাজিল করো তুলে নাও তাপ।


তোমার হুকুমজারি হলেই হবে যে বারি
মহীয়ান গরীয়ান সর্বশক্তিমান,
দলেদলে মাঠেঘাটে মুসল্লি ইমাম সাথে
গায় প্রভু চেয়ে দেখো তব গুণগান।