বুদ্ধিজীবী হত্যা
মোঃ ইব্রাহিম হোসেন


আমার এ দেশ সোনার বাংলা
সোনার মতই ছিলো,
স্বৈরাচারী শকুনের দল
বিষ ঢেলে যে দিলো।


কুচক্রীদের পড়লো নজর
বঙ্গভূমির 'পরে,
চিত্তে ফাটল করবে দখল
প্রাণপণে তাই লড়ে।


বোমাবারুদ গুলি বর্ষণ
নির্মমতায় করে,
নির্যাতিত আমজনতা
রক্ত ক্ষয়ে মরে।


ঢাকায় গড়া রায়ের বাজার
বুদ্ধিজীবীর ঘাঁটি,
ঊনিশ শত একাত্তরের
এই দিনে হয় মাটি।


বুদ্ধিজীবী হত্যা করে
পাকহানাদার সেনা,
দেশের জন্য শহীদ হলেন
শোধ হবে না দেনা।


(রচনা: ১৪-১২-২০২৩ ইং)